রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

সময় লাগলেও সাগর-রুনির খুনিদের ধরা হবে: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সময় লাগলেও সাগর-রুনির খুনিদের ধরা হবে: আইনমন্ত্রী

যত সময় লাগবে লাগুক কিন্তু সাগর-রুনির খুনের সঙ্গে যারা জড়িত তাদেরকে ধরা হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। বলেন, আপেক্ষিক অর্থে বলা হয়েছে ৫০ বছর সময় লাগলেও সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের ধরা হবে।

শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এমন মন্তব্য করেন।

এ সময় মন্ত্রী বলেন, বিভিন্ন দেশে ৪২ বছর পর খুনের মামলার আসামি ধরা হয়েছে, ২৪ বছর পর হত্যার রহস্য উন্মোচনের উদাহরণও আছে। সাগর-রুনির হত্যা মামলায় পুলিশ চেষ্টা করেও প্রকৃত আসামিদের শনাক্ত করতে পারছে না। সেজন্য তদন্তে সময় লাগছে।

আনিসুল হক বলেন, আইনি কাঠামোতে বলা আছে যারা অপরাধী নয় তাদেরকে ধরা যাবে না। যারা প্রকৃতভাবে দোষী তাদেরকে ধরতে হবে।

এ সময় আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক তাকজিল খলিফাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

টিএইচ